Saturday 23 December 2017

বিভিন্ন ভৌগলিক শব্দ ও নদীর সঙ্গমস্থল

 

► মৌসুমী কথার অর্থ কি ?
উঃ মৌসুমী একটি আরবী শব্দ এর অর্থ ঋতু । 
► রাঢ় শব্দের অর্থ কি ?
উঃ পাথুরে জমি । 
► তুন্দ্রা কথার অর্থ কি ?
উঃ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল । 
► ডুয়ার্স বলতে কি বোঝায় ?
উঃ দ্বার বা দুয়ার । 
► মরুস্থলী বলতে কি বোঝানো হয় ?
উঃ মৃতের দেশ । 
► ক্ষুদ্র দেশ - কে ভৌগলিক ভাষায় কি বলা হয় ?
উঃ মাইক্রোনেশিয়া । 
► পালিনেশিয়া বলতে কি বোঝানো হয় ?
উঃ বহু দ্বীপের দেশ । 
► বিস্তৃত তৃণভূমি কে ভৌগলিক ভাষায় কি বলে ?
উঃ সাভানা ।
► পম্পাস বলতে কি বোঝো ?
উঃ স্পেনীয় শব্দ পম্পাস বলতে বোঝায় একটি বিস্তীর্ণ সমভূমি । 
► তরাই কথার অর্থ কি ?
উঃ স্যাতস্যেতে ।
► অহ্ন কথার অর্থ কি ?
উঃ দিন । 
► আয়ন কথার অর্থ কি ?
উঃ পথ । 
► চোমোলাংমা কি ?
উঃ তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে চোমোলাংমা বলা হয় । 
► দূন কি ?
উঃ অনুদৈর্ঘ্য উপত্যকাকে ভূগোলের ভাষায় দূন বলে । 
► শিল্ড কি ?
উঃ সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমিকে শিল্ড বলে । 
► বিষ্ণু প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ বিষ্ণুগঙ্গা ও অলকানন্দা । 
► কেশব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও সরস্বতী ।  
► নন্দা প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও নন্দা । 
► ইন্দ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ ভাগীরথী ও ন্যাসগঙ্গা । 
► শ্যাম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ শ্যামগঙ্গা ও ভাগীরথী । 
► গুপ্ত প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ নীলগঙ্গা ও ভাগীরথী ।
► রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও মন্দাকিনী । 
► দেব প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ অলকানন্দা ও ভাগীরথী । 
► সোম প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ সোমনদী ও মন্দাকিনী ।
► প্রয়াগ রাজ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ গঙ্গা - যমুনা - সরস্বতী । 
► সূর্য প্রয়াগ কোন কোন নদীর সংগমস্থল ?
উঃ মন্দাকিনী ও অলশতরঙ্গিনী । 

No comments:

Post a Comment