প্রশ্নঃ মানুষের মোট পেশির সংখ্যা কত?
উঃ ৬৩৯
প্রশ্নঃ মানব দেহের বৃহত্তম পেশির নাম কি?
উঃ গ্লুটিয়াস।
প্রশ্নঃ মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উঃ ৯মিটার।
প্রশ্নঃ মানুষের বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত?
উঃ ৩৫ - ৫০ mm।
প্রশ্নঃ মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত?
উঃ ৭ মিটার।
প্রশ্নঃ মানুষের বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত?
উঃ ১.৫ মিটার।
প্রশ্নঃ মানুষের অগ্ন্যাশয়ের ওজন কত?
উঃ ৬৫ - ১৫০ গ্রাম।
প্রশ্নঃ মানুষের যকৃতের ওজন কত?
উঃ ১.৫ কিলোগ্রাম।
প্রশ্নঃ মানুষের শরীরে মোট রক্তের পরিমান কত?
উঃ ৫.৬ লিটার।
প্রশ্নঃ মানবদেহে রক্ত তঞ্চনের সময় কাল কত?
উঃ ৩.৬ মিনিট।
প্রশ্নঃ মানবদেহে অনুচক্রিকার সংখ্যা কটি?
উঃ ২৫০০০০ - ৫০০০০০ / c u mm
প্রশ্নঃ মানবদেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?
উঃ ৭০০০ - ১০০০০ / cu mm
প্রশ্নঃ মানবদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
উঃ ৫০০০০/ cu mm (পুরুষের দেহে)
৪৫০০০/ cu mm (মহিলার দেহে)
প্রশ্নঃ মানবদেহে হিমোগ্লোবিনের মোট পরিমান কত?
উঃ প্রতি ১০০মিলি. রক্তে পুরুষের ১৪ - ১৮ গ্রাম ও মহিলার ১২ - ১৫ গ্রাম।
প্রশ্নঃ মানবদেহে সর্ববৃহৎ অন্ত:ক্ষরা গ্রন্থি কোনটি?
উঃ থাইরয়েড
প্রশ্নঃ মানবদেহে ক্ষুদ্রতম অন্ত:ক্ষরা গ্রন্থি কোনটি?
উঃ পিনিয়াল বডি।
প্রশ্নঃ মানবদেহেসর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কি?
উঃ কনজাংটিভা।
প্রশ্নঃ মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি?
উঃ যকৃত।
প্রশ্নঃ মানবদেহে বৃহৎ লসিকা গ্রন্থি কোনটি?
উঃ প্লীহা।
প্রশ্নঃ মানুষের জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত থাকে?
উঃ ৪০ - ৬০ / মিনিট।
প্রশ্নঃ মানুষের পাঁচ বছর বয়সে শ্বাসগতি কত থাকে?
উঃ ২৪ - ২৬ / মিনিট।
প্রশ্নঃ প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক শ্বাসগতি কত?
উঃ ১৪ - ১৮ / মিনিট।
প্রশ্নঃ মানুষের মস্তিষ্কের ওজন কত?
উঃ ১.৩৬ কিলোগ্রাম।
প্রশ্নঃ মানুষের পিটুইটারী গ্রন্থির ওজন কত?
উঃ ১.৫ গ্রাম।
প্রশ্নঃ মানুষের একটি মিশ্র গ্রন্থির নাম বলো।
উঃ অগ্নাশয়।
No comments:
Post a Comment