Wednesday, 20 December 2017

ভারতের সব রাজ্যের রাজধানী


ভারতের সব রাজ্যের রাজধানী


১। জম্মু ও কাশ্মীর - গরমকালে শ্রীনগর , শীতকালে - জম্মু
২। সিকিম - গ্যাংটক
৩। অরুনাচল প্রদেশ - ইটানগর
৪। বিহার - পাটনা
৫। ছত্রিশগড় - রায়পুর
৬। গোয়া - পানাজী
৭। আসাম - দিসপুর
৮। পশ্চিমবঙ্গ - কোলকাতা
৯। অন্ধ্রপ্রদেশ - হায়দ্রাবাদ ( এবং অমরাবতী )
১০। তেলেঙ্গানা - হায়দ্রাবাদ
১১। ত্রিপুরা - আগরতলা
১২। পাঞ্জাব - চন্ডীগড়
১৩। হরিয়ানা - চন্ডীগড়
১৪। রাজস্থান - জয়পুর
১৫। হিমাচল প্রদেশ - শিমলা
১৬। গুজরাট - গান্ধীনগর
১৭। ঝাড়খন্ড - রাঁচী
১৮। মধ্যপ্রদেশ - ভোপাল
১৯। কর্ণাটক - বেঙ্গালুরু
২০। কেরালা - তিরুভান্তপুরম
২১। মহারাষ্ট্র - মুম্বাই
২২। মেঘালয় - শিলং
২৩। মিজোরাম - আইজল
২৪। মণিপুর - ইম্ফল
২৫। নাগাল্যান্ড - কোহিমা
২৬। উত্তরাখন্ড - দেরাদুন
২৭। ওড়িশা - ভুবনেশ্বর
২৮। তামিলনাড়ু - চেন্নাই
২৯। উত্তরপ্রদেশ - লখনৌ
৩০। দিল্লি - দিল্লি(ভারতের রাজধানী)

               কেন্দ্রশাসিত অঞ্চল


১। আন্দামান নিকোবার দীপ্পুঞ্জ - পোর্টব্লেয়ার
২। পন্ডিচেরী - পন্ডিচেরী
৩। চন্ডিগড় - চন্ডিগড়
৪। দাদরা নগর হাভেলী - সিল্ভাষা
৫। লাক্ষাদ্বীপ - কাভারত্তি
৬। দমন ও দিউ - দমন

No comments:

Post a Comment