Wednesday 20 December 2017

ভারতীয় রেল

 ভারতীয় রেল

প্রশ্নঃ ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ?
উঃ ১৮৩২ সালে
প্রশ্নঃ ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?
উঃ ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে ৩৪ কিমি পথ যাওয়া হয় ৪০০ জন যাত্রী নিয়ে ।
প্রশ্নঃ ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য কত ?
উঃ প্রায় ১,১৫,০০০ কিমি
প্রশ্নঃ ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ?
উঃ নিউ দিল্লি
প্রশ্নঃ ভারতে মোট ক'টি রেলষ্টেশন আছে ?
উঃ প্রায় ৮০০০-৮৫০০ টি
প্রশ্নঃ প্রথম রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ?
উঃ ১৮৫৪ সালে মুম্বাই-থানে রুটে 'ধাপুরিয়া ভায়াডাক্ট' ব্রীজ ।
প্রশ্নঃ প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ?
উঃ মুম্বাইয়ের পার্সিক টানেল
প্রশ্নঃ প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ?
উঃ ২৪শে অক্টোবর , ১৯৪৮ সালে কোলকাতা মেট্রোয়
প্রশ্নঃ প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ?
উঃ ১৯২৬ সালে নিউ দিল্লীতে
প্রশ্নঃ প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ?
উঃ ১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারি । বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত [ ৯.৫মাইল ]
প্রশ্নঃ ভারতের "দীর্ঘতম নামের" স্টেশনের নাম কি ?
উঃ ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন
প্রশ্নঃ ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ?
উঃ ১৮৯১ সালে [প্রথম শ্রেনী ] , ১৯০৭ সালে [ অন্যান্য শ্রেনী]
প্রশ্নঃ ভারতের উচ্চতম রেলস্টেশন কোনটি ?
উঃ পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ ৭৪০৭ ফুট উচ্চতায় ]
প্রশ্নঃ সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ?
উঃ বিবেক এক্সপ্রেস [ ৪২৭৩ কিমি ] , ডিব্রুগড় থেকে কন্যাকুমারী
প্রশ্নঃ সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন ?
উঃ মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি [ ৩কিমি ]
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ?
উঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর [ ১৩৬৬.৩৩মিটার]
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ কোনটি ?
উঃ ইন্দাপল্লি রেলওয়ে ষ্টেশন থেকে আইসিটিটি মধ্যস্তিত ব্রীজ [ ৪.৬২ কিমি ]
প্রশ্নঃ রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ?
উঃ ১৯০৫ সালে
প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ?
উঃ ডঃ জন মাথাই
প্রশ্নঃ পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী কে হয়েছিলেন ?
উঃ আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]
প্রশ্নঃ ভারতের প্রথম রেল কোম্পানী কোনটি ?
উঃ ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত - গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
উঃ মমতা ব্যানার্জি [ ১৩ই অক্টোবর ১৯৯৯ সালে ]
প্রশ্নঃ ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ?
উঃ ২০১৪ সালে ২রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে
প্রশ্নঃ সবথেকে পুরানো রেল ইঞ্জিন কোনটি ?
উঃ ফেয়ারী কুইন [ রানী ] ১৮৫৫ সালের
প্রশ্নঃ ভারতে প্রথম মহিলা স্পেশাল ট্রেন কোথায় চালু হয় ?
উঃ পশ্চিম রেলে চার্চ গেট ও ভিরার মধ্যে । [ পৃথিবীতে সপ্তম মহিলা ট্রেন এটি ]

No comments:

Post a Comment