Sunday 17 December 2017

ভারতের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য


➥ভারতের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য


♦ 1950 সালে ভারতে রাজ্যের সংখ্যা ছিল ১৮ টি
♦ ভারতের বৃহত্তম পারমানবিক চুল্লি হল ' ধ্রুব '
♦ ঐতিহাসিক মে দিবস পালন করা শুরু হয় ১৮৯০ সাল থেকে
♦ ভারতের টেলিভিশন শুরু হয় ১৯৫৯ সালে
♦  ১০ টাকার নোটে রাষ্ট্রপতির সই থাকে
♦ চারমিনারের উচ্চতা ১৮৬ ফুট
♦ ভারতে প্রথম ১০০% কম্পিউটার জানা গ্রাম হল কেরলের ' চামার ভট্টম ' ।
♦ তিরুপতি মন্দিরে দৈনিক গড়ে ৩০হাজার ভক্ত চুল দান করেন ।
♦ তাজমহলের উপর দিয়ে উড়ান যাওয়া আসা সম্পূর্ণ নিষিদ্ধ ।
♦ ' জনগনমন ' গাওয়ার মোট সময় সময়সীমা ৫২ সেকেন্ড ।
♦  ভারতের সবথেকে প্রাচীন নাচ ' ভাঙরা ' ।
♦ ভারতের প্রথম মোবাইল হ্যান্ডসেট নির্মাতা BPL ও প্রথম পরিষেবা প্রদানকারী কোম্পানী হল Mobile Net .
♦ হাওড়া ব্রীজ ১৯৪১ সালে চালু হয় জনসাধারনের জন্য ।
♦ তামিলনাড়ুতে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা সর্বাধিক , অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশী সিনেমা হল আছে ।
♦ ভারতের প্রথম ব্যাঙ্ক হল ' ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ' ।
♦ ভারতের প্রথম রেলসেতু ' লোহে কা পুল ' গোমোতী নদীর ওপর অবস্থিত । ১৮৫১ সালে এই সেতু তৈরি করা হয় ।
♦ আকাশবাণী কোলকাতা ১৯২৭ সালে ২৭ শে আগস্ট প্রথম মোম্বাইএ চালু হয় ।
♦ ভারতের আপেল রাজ্য হল হিমাচল প্রদেশ ।
♦  ভারতের সাথে দীর্ঘ সীমান্ত আয়তন আছে বাংলাদেশের সাথে ।
♦ স্বাধীন ভারতের ডাকটিকিটে লেখা ছিল 'আজাদ হিন্দ' ।
♦ ভারতের প্রথম টিভি সিরিয়াল হল ' হামলোগ ' ।
♦  অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার হনুমান স্ট্যাচু ভারতের উচ্চতম স্ট্যাচু ( ১৩৫ ফুট )।

No comments:

Post a Comment